Samsung Galaxy A23 ও A13 একই সাথে লঞ্চ হয়লো। আগাম কোনও প্রকাশনা ছিল না। একেবারে নীরবভাবে দেশের বাজারে পা রাখল স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন দুইটি ৪জি ফোন। গত, শুক্রবার ভারতের মার্কেটে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ১৩ এবং এ২৩। যা গত বছরের গ্যালাক্সি এ১২ এবং গ্যালাক্সি এ১৩-এর উত্তরাধিকারী ভার্সন। কেবল লঞ্চ হওয়া ফোন দু’টির হাইলাইট এর মধ্যে অক্টা-Core প্রসেসর, ৫,০০০ এম্পিয়ার ব্যাটারি, এবং ৫০ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা তার মধ্যে একটি।
ফোন দুইটির দাম কতো Samsung Galaxy A23
৪ জিবি জিবি র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ সহ স্যামসাং গ্যালাক্সি এ১৩ ফোনটি পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকা ওবং ৬ জিবি র্যাম ও সাথে ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায় ফোনটি। ফোন গুলো কালো, লাইট ব্লু, কমেলা, এবং সাদা কালার অপশনে উপলব্ধ হবে।
অপর দিকে, এ২৩-এর ৬ জিবি র্যাম আর সাথে ১২৮ জিবি স্টোরেজ ফোনটি ১৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের ফোনটি ২০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই মডেলের ফোনটিও উপরে মডেল হিসাব অনুযায়ী কালারে পাওয়া যাবে।