Honor X8 লঞ্চ হল

Honor X8 লঞ্চ হল: গত ১১/০৩/২০২২ তারিখে একপ্রকার চুপিচুপি করে বাজারে লঞ্চ করলো অনরের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন, অনর এক্স৮। এই নতুন এক্স৮ ফোনটি কোয়ালক স্ন্যাপড্রাগন ছয়শ-আশি প্রসেসর পাবেন ৬ জিবি র‍্যাম ও +২ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকছে Honor X8 ফোনে আরও সাথে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৪,০০০ MAH ব্যাটারি সহ এক্স৮ এসেছে। ফিচার দেখে বলা যায় এক্স৮ এটি একটি মিড রেঞ্জ ফোন হবে এক্স৮।

Honor এক্স৮ স্পেসিফিকেশন:

Honor X8 ফোনে ছয় পয়েন্ট সাত ইঞ্চির LCD স্ক্রিন আছে। এই ডিসপ্লের স্কিন-থেকে-বডি রেশিও তিরানম্মব পয়েন্ট ছয় শতাংশ। এই Honor এক্স৮ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। ৬ জিবি র‍্যাম সহ ২ জিবি ভার্চুয়াল র‍্যাম পাবেন এবং ১২৮ জিবি জিবি Built-in স্টোরেজ পাওয়া যাবে।

অনর এক্স৮- এর রিয়ার প্যানেলে আছে কোয়াড ক্যামেরা সিস্টেম ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে এবং পাঁচ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আছে। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর এক্স৮এ ব্যাটারি দেওয়া হয়েছে ৪,০০০ এমএএইচ , যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং চার্জার আছে সাথে । অনর দাবি করেছে যে ১০ মিনিট চার্জে ফোনটি ৩ ঘন্টা ভিডিও দেখা যাবে।

Leave a comment